(ক) গভীর নলকূপ স্থাপন, বিদ্যুতায়ন এবং আবাদযোগ্য জমি নিয়ন্ত্রিত সেচ সুবিধার আওতায় আনা
(খ) সেচের পানি সুষ্ঠু ব্যবহার ও সেচ এলাকা বৃদ্ধি কল্পে পানি বিতরণ ব্যবস্থা (ভূ-গর্ভস্থ পাইপ লাইন) নির্মাণ।
(গ) স্থাপিত গভীর নলকূপ হতে খাবার পানি সরবরাহ স্থাপনা নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ।
(ঘ) গভীর নলকুপ সমূহে কুপন ডিলার ও খন্ডকালীন অপারেটর নিয়োগের মাধ্যমে অতিরিক্ত কর্ম সংস্থানের সুযোগ
সৃষ্টি করা ও দারিদ্র বিমোচনে সহায়তা করা।
(ঙ) সেচ সংক্রান্ত যাবতীয় সমস্যা যথা সম্ভব সমাধান ও ফসলের বহুমুখীকরণসহ কৃষি উৎপাদন বৃদ্ধি।
(চ) ভূ-পরিস্থ পানির উৎস বৃদ্ধির জন্য খাল ও খাস মজা পুকুর পুনঃ খনন করা, খননকৃত খালে ক্রসড্যাম নির্মাণ করে
খালে ধারনকৃত পানি দ্বারা সম্পূরক সেচ প্রদান এবং মৎস চাষ করা।
(ছ) কৃষি ফসল বাজারজাত করণ ও যাতাযাত ব্যবস্থার উন্নয়নের জন্য গ্রামীন সড়ক পাকা করণ।
(জ) প্রাকৃতিক ভারসাম্য আনায়ন ও মরু প্রক্রিয়ারোধ কল্পে সরকারী রাস্তার ধারে ও খননকৃত খালের পাড়ে ব্যাপক
বনায়ন এবং নার্সরী সম্প্রসারণ।
(ঝ) নার্সারীতে ফলজ, বনজ ঔষুধী চারা উৎপাদন, রোপন ও বিক্রয় করা।
(ঞ) কৃষক পর্যায়ে উন্নত বীজ উৎপাদন ও বিক্রয় করা।
(ট) দক্ষ জন গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে কৃষি সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ
সৃষ্টি করা ও দারিদ্র বিমোচনে সহায়তা করা।